• মানিকচকে নাবালিকাকে ধর্ষণ
    বর্তমান | ১৫ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: মানিকচকের নাজিরপুরে সোমবার রাতে বাড়িতে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের সদস্যরা অভিযুক্তকে পাকড়াও করে তুলে দেন পুলিসের হাতে। ধর্ষিতার পরিবার লিখিত অভিযোগ করার পর তদন্ত শুরু করেছে মানিকচক থানায। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকা রাতে ঘরে একাই ঘুমিয়ে ছিল। সেই সময় অভিযুক্ত ঘরে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের এক সদস্য বিষয়টি দেখতে পেয়ে ধরে ফেলেন যুবককে। তাকে বেঁধে রেখে চলে জিজ্ঞাসাবাদ। সারারাত এভাবে চলার পর খবর দেওয়া হয় মানিকচক থানায়। পুলিস গ্রেপ্তার করে যুবককে। নাবালিকার পরিবারের এক সদস্য বলেন, রাতে নাবালিকা একাই ঘুমাতো। সেই সুযোগ কাজে লাগিয়ে ধর্ষণ করেছে যুবকটি। পুলিসের কাছে অভিযোগ করেছি। হয় নাবালিকাকে বিয়ে করুক অভিযুক্ত, নাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হোক।
  • Link to this news (বর্তমান)