ভাসুরের নাবালক ছেলেকে নিয়ে দিনের পর দিন উদ্দাম যৌনক্রিয়া, গ্রেপ্তার কাকিমা
আজকাল | ১৮ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের জা-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন উত্তর ২৪ পরগণার বাগদার বাসিন্দা এক মহিলা। বৃহস্পতিবার বাগদা থানায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ তাঁর ১৬ বছরের নাবালক ছেলেকে দিনের পর দিন যৌন হেনস্থা করেছে তাঁ নিজের জা দীপিকা বিশ্বাস (৩৫)। অভিযোগ, নিজের যৌন লালসা মেটাতে দিনের পর দিন সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা হত ওই নাবালককে। এমনকি নানা সময় ভয় দেখিয়ে যৌন হেনস্থা করত কাকিমা। ছবি দেখিয়ে ওই নাবালককে ভয় দেখানো হত নানা সময়। এমনকি, ঘটনার কথা পরিবারকে জানালেই ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া দিতেন অভিযুক্ত।
নাবালকের থেকে কাকিমার কুকীর্তি শোনার পরে কড়া পদক্ষেপ নেয় পরিবার। পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত কাকিমাকে গ্রেপ্তার করে বাগদা সোনার পুলিশ। ধৃতকে শুক্রবার আদালতে পাঠানো হয় পুলিশের তরফে। এদিন বাগদা থানার আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে মহাকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, ‘এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কোনও নাবালকের নিজের কাকিমা এমন ঘটনা ঘটাতে পারেন এটা মানা যায় না। অভিযুক্ত মহিলার যাতে উপযুক্ত শাস্তি হয় সেই বিষয়ে আমরা বিচারকের কাছে আবেদন জানাব’।