• কিশোরীকে নিজের টোটোয় চাপিয়ে নির্জনে নিয়ে গিয়ে 'ধর্ষণ'! খবর পেয়েই ছুটল পুলিস...
    ২৪ ঘন্টা | ১৯ জানুয়ারি ২০২৫
  • অরূপ বসাক: সতেরো বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালবাজার এলাকায়। নির্যাতিতার পরিবারের তরফে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মালবাজার থানার পুলিস।

    কী ঘটেছিল? 

    জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি একজন টোটো চালক। সে ১৭ বছর বয়সি আদিবাসী ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের টোটোতে তুলে নেয়। এরপর নির্জন একটা জায়গায় নিয়ে গিয়ে ওই কিশোরীকে ওই ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ।

    এরকম অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত বছরতেতাল্লিশের মজিবুল হক নামের ওই টোটো চালককে গ্রেফতার করে মালবাজার থানার পুলিস।  মজিবুল হককে গ্রেফতার করা হয় মালবাজার শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল-সংলগ্ন এলাকা থেকে।

    এবং পুলিস প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ব্যক্তির নামে ভারতীয় ন্যায়সংহিতার নির্দিষ্টধারায় মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)