• নাতির অস্বাভাবিক মৃত্যু, শক-এ মৃত্যু শোকে পাথর ঠাকুমারও!
    ২৪ ঘন্টা | ২৮ জানুয়ারি ২০২৫
  • সৌরভ চৌধুরী: নাতি-ঠাকুমার মৃত্যুতে চাঞ্চল্য ঝাড়গ্রামের পাটাশিমূল অঞ্চলের পারুলিয়া গ্রাম। প্রেমিকার সঙ্গে বচসার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বছর ২৫-এর যুবক শুভঙ্কর মাহাতো। নাতির ঝুলন্ত দেহ দেখে শোকে অস্বাভাবিক মৃত্যু হয় বছর ৬৫-র ঠাকুমা কমলা মাহোতোরও ! মর্মান্তিক এই ঘটনা ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল অঞ্চলের পারুলিয়া গ্রামের।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কাজ থেকে ফিরে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় শুভঙ্কর। তারপর ডাকাডাকির পর সাড়া না দিলে, পরিবারের লোক দেখতে পান তার ঝুলন্ত দেহ। শুভঙ্কর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। ওদিকে নাতির মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে শোকে মৃত্যু ঠাকুমারও। গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার বাসিন্দারা। দেহ ময়নাতদন্তের পর এলাকায় পৌছলে নেমে আসে শোকের ছায়া।

    পরিবারের অনুমান, প্রেমের সম্পর্ক ছিল শুভঙ্করের। প্রেমিকার সঙ্গে বচসাও বেধেছিল হয়তো। আর তার জেরেই এই ঘটনা ঘটায় শুভঙ্কর। যদিও পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)