• খাস কলকাতায় হাড়-হিম কাণ্ড, গলার নলি কেটে তরুণীকে খুনের চেষ্টা
    আজকাল | ৩১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় বিভৎস ঘটনা। ইএম বাইপাসে গাড়ি থেকে নামতেই তরুণীকে প্রথমে মারধর, তারপর ধারাল অস্ত্র দিয়ে পরপর কোপ মারা হল। হাড়-হিম করা এই ঘটনায় প্রগতি ময়দান থানার পুলিশ তিনজনকে আটক করেছে করেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীকে প্রথমে মারধর করতে করতে গাড়ি থেকে নামানো হয়েছিল। তখনই আঘাত পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পালাতে গিয়েছিলেন তরুণী। কিন্তু রক্ষা পাননি। আবার পিছন থেকে এক যুবক এসে ওই তরুণীকে ধাওয়া করে প্রথমে হাতে কোপ মারে। তারপরেই তরুণীর গলার নলি কেটে দেয়। তরুণীর সারা শরীরজুড়ে তখন রক্ত।

    জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীরাই হামলাকারী যুবক ও তাঁর মাকে ধরেছেন। তারপর প্রগতি ময়দান থানার পুলিশের হাতে তাদের তুলে দেওয়া হয়। এই ঘটনায় এখনও আটক করা হয়েছে তিন জনকে।

    ঠিক কী কারণে এই হামলা, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ। 

     
  • Link to this news (আজকাল)