• পাড়ার শান্ত-মুখচোরা নাবালকের হাতেই বাইপাসে খুন বাবার প্রেমিকা! ভাবতেই পারছেন না প্রতিবেশীরা
    প্রতিদিন | ০১ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইএম বাইপাসের বুকে বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করেছে নাবালক। বর্তমানে পুলিশের জালে সে। কিন্তু নিতান্ত মুখচোরা, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনো ছেলে কীভাবে একাজ করল? ভেবেই কুলকিনারা পাচ্ছেন না প্রতিবেশীরা। সকলেরই প্রশ্ন, এমনটাও হতে পারে?

    বৃহস্পতিবার সন্ধ্যায় ইএম বাইপাসে ঘটে গিয়েছে ভয়ংকর কাণ্ড। ভরা রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন করেছে নাবালক। রাতেই নাবালক-সহ ৩ জনকে গ্রেপ্তার করে প্রগতি ময়দান থানার পুলিশ। তারপর থেকেই কারণ নিয়ে চর্চা শুরু হয়েছে। উঠে এসেছে পরকীয়ার তত্ত্ব। কিন্তু নাবালকের ভূমিকা এককথায় অবিশ্বাস্য প্রতিবেশীদের কাছে। এলাকাবাসীরা বলেন, ধৃত নাবালক বরাবরই মুখচোরা। স্কুলে যাওয়া ও আসা ছাড়া তাকে কোনওদিনই বিশেষ বাইরে দেখা যায় না। মাঝে মাঝে পাড়ার দোকানে গেলেও কোনওরকমে জিনিস নিয়েই ঢুকে পড়ত ঘরে। কারও সঙ্গে অশান্তি তো দূর, বিশেষ কথাও বলত না। মুখচোরা সেই ছেলে কীভাবে এই হাড়হিম করা কাণ্ড ঘটালো, সেটাই ভাবাচ্ছে।

    বিশেষজ্ঞদের কথায়, ধৃত নাবালক ছোট থেকে অসুস্থ পরিবেশে বড় হয়েছে। ফলে হিংসাত্মক মনোভব ছিলই। বাবা-মায়ের অশান্তির কারণেই সম্ভবত মনে চাপা রাগ জমা হয়েছিল। মনে করা হচ্ছে, ঘটনার দিনের পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারেনি নাবালক। আত্মনিয়ন্ত্রণ হারিয়েই এই ঘটনা।
  • Link to this news (প্রতিদিন)