ন্যক্কারজনক! ছয় বছরের নাতনিকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার দাদু
প্রতিদিন | ০২ ফেব্রুয়ারি ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: একরত্তি নাতনির উপর যৌন নির্যাতন করল দাদু। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাজদিয়ার বাগানপাড়া এলাকায় শুক্রবার বেলায় এই ঘটনা ঘটেছে। ধৃত ব্যক্তির নাম উত্তম নট্ট। ওই নির্যাতিতা শিশুর মায়ের শ্বশুরবাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায়। কিন্তু স্বামী ভিন রাজ্যে কাজের সূত্রে থাকায় তিনি মেয়েকে নিয়ে বাপেরবাড়িতেই থাকেন।
ওই বছর ছয়েক বয়সের মেয়েকে রেখে শুক্রবার দুপুরে ওই মহিলা দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছিলেন। সেসময় বাড়িতে আর কেউ ছিল না। ফাঁকা বাড়ি পেয়ে গুণধর দাদু নাতনির সঙ্গে কুকর্ম করতে যান। দাদুর ঝাঁপিয়ে পড়ায় শুরুতে ভয় পেয়ে যায় ওই নাবালিকা। পরে বাঁচার জন্য কাতর আর্তনাদ করতে থাকে। সেই আওয়াজ শুনে আশপাশের প্রতিবেশীরা ওই বাড়িতে ছুটে গেলে ওই পরিস্থিতি দেখতে পায়।
উত্তম নট্ট নামে ওই ব্যক্তিকে পাকড়াও করে শুরু হয় মারধর। এদিকে ওই ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ওই শিশুকে উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফাঁকতালে ওই ব্যক্তি সুযোগ বুঝে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়। ওই ব্যক্তির খোঁজেও শুরু হয় তল্লাশি। পরে পুলিশ গুণধর দাদুকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির নামে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
শনিবার ধৃতকে কৃষ্ণনগর বিশেষ আদালতে পেশ করা হয়। ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পকসো আইনে ধৃতের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।