অনুপ কুমার দাস: বাইক ট্রাকের সংঘর্ষে বাইকে থাকা মৃত চার কলেজ পড়ুয়া। একই বাইকে করে চারজনে মিলে গত রাতে ঘুরতে বেরিয়েছিল, বাড়ি ফেরার পথে,দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু, বাকি দুইজনের চিকিৎসার জন্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে সোমবার সকালে মৃত্যু হয়।
চারজনের নাম মনিশ বিশ্বাস বয়স (১৮), দ্বীপ মন্ডল বয়স (২০), সুমন মন্ডল বয়স (১৮),তন্ময় বিশ্বাস বয়স (১৮)। এদের বাড়ি তেহট্ট এলাকায়। দুর্ঘটনা ঘটে কানাইখালী বাজারের কাছে, কেউ কেউ বলেছেন গাছে ধাক্কা মারে, কেউ ট্রাকে ধাক্কা মারে বলছেন, আসলে ফাঁকা জায়গায় চারজন পড়েছিল।
পুলিস তদন্ত করছে বাইক আরোহীরদের মাথায়