• ৬৫ বছরের আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণ মত্ত যুবকের, হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না, চাঞ্চল্য গোসাবায় ...
    আজকাল | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বছর ৬৫-এর এক আদিবাসী বৃদ্ধাকে মদ খাইয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে অভিযুক্ত যুবক মদ নিয়ে ওই আদিবাসী বৃদ্ধার বাড়িতে যান। সেখানে ওই মহিলাকে ও তাঁর ছেলেকে জোর করে মদ খাওয়ান। সেই সময় বাড়িতে শুধু তাঁর ছেলে, বৌমা ছাড়া আর কেউই ছিলেন না। বৌমা অভিযুক্ত যুবককে চলে যেতে বললেও ওই যুবক যাননি বলে অভিযোগ। 

    এদিকে ওই বৃদ্ধার ছেলে মদের নেশায় তখন বেঁহুশ। অভিযুক্ত বাড়ি থেকে যাচ্ছে না দেখে আশপাশের মানুষদের ডাকতে যান বৌমা। তিনি ফিরে দেখেন অভিযুক্ত যুবক চলে যাচ্ছেন বাড়ির পাশ থেকে। তিনি বাড়ি ফিরে দেখেন, শাশুড়ি অসুস্থ অবস্থায় বিবস্ত্র হয়ে পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। 

    রাতেই তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর গ্রামের মানুষজন অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ধৃতকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধর্ষন হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)