• কলকাতায় হাড়হিম কাণ্ড! বাড়িতে বাবা-মার সামনে থেকে গান পয়েন্টে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ...
    ২৪ ঘন্টা | ০৪ ফেব্রুয়ারি ২০২৫
  • বিক্রম দাস: ব্যবসায়ীর ছেলেকে অপহরণ। খাস কলকাতায় বাড়িতে ঢুকে গান পয়েন্টে যুবককে অপহরণ। বাড়িতে ঢুকে বাবা-মায়ের সামনে থেকে যুবককে অপহরণ করা হয় বলে অভিযোগ।

    অভিযোগ, যুবককে গাড়িতে তুলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। মুক্তিপণ হিসেবে দেড় লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। হাতেনাতে ৪ অপহরণকারীকে পাকড়াও করে পুলিস। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় অভিযুক্ত সঞ্জয় রজক ও তার দলবল ধাপার বাসিন্দা দিলীপ কুমারের বাড়িতে ঢোকে। এরপর বন্দুক দেখিয়ে পেশায় ওষুধ ব্যবসায়ী দিলীপ কুমারের ১৯ বছরের ছেলে প্রিন্স কুমারকে অপহরণ করে। 

    একটি রুপোলি রঙের গাড়িতে তুলে নিয়ে যায়। এর কিছু পরই বাবা দিলীপ কুমারকে হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো পাঠায় ছেলে। যেখানে সে জানায়, সঞ্জয় রজকের দলবল তাকে নিয়ে যাচ্ছে। তারপরই সঞ্জয় রজক মুক্তিপণ বাবদ দেড় লাখ টাকা চেয়ে সরাসরি ফোন করে দিলীপ কুমারকে। মুক্তিপণের দেড় লাখ টাকা নিয়ে হাওড়ায় যেতে বলে। 

    এই ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ কুমার। অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিস। হাওড়া পিলখানা এলাকায় তল্লাশি চালিয়ে হাতেনাতে অভিযুক্তদের ধরে পুলিস। ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেইসঙ্গে অপহৃত তরুণকেও উদ্ধার করে।

  • Link to this news (২৪ ঘন্টা)