• পরকীয়ায় জড়িয়েছে জামাই, হাতেনাতে ধরতেই চড়-থাপ্পড়, জুতোপেটা শাশুড়ির!
    প্রতিদিন | ০৬ ফেব্রুয়ারি ২০২৫
  • শান্তনু কর, জলপাইগুড়ি: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে জামাই, এই সন্দেহ ঘুরপাক খাচ্ছিলই। প্রেমিকার সঙ্গে যুবককে হাতেনাতে ধরতেই ভয়ংকর কাণ্ড। ভরা রাস্তায় জামাইকে চড়-থাপ্পড় কষালেন শাশুড়ি। জুতোপেটাও করলেন। এই দৃশ্য দেখতে ভিড় জমিয়ে ফেলে আমজনতা। ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে যুবক ও তাঁর প্রেমিকাকে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ির ধূপগুড়ির বাস টার্মিনাসে।

    জানা গিয়েছে, জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা ওই যুবক। বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী ও শাশুড়ির সন্দেহ হচ্ছিল যে, জামাই পরকীয়ায় জড়িয়েছেন। পরবর্তীতে তাঁরা জানতে পারেন ধূপগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের এক মহিলার সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছে ওই যুবকের। এদিকে গুণধর জামাই প্রেমিকাকে সঙ্গে নিয়ে ধূপগুড়ি বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় চায়ের দোকান দেন। এলাকার বাসিন্দাদের জানান, তাঁরা সম্পর্কে ভাই-বোন। এভাবেই দিব্যি চলছিল।

    এই পরিস্থিতিতে খুঁজতে খুঁজতে যুবকের চায়ের দোকানে পৌঁছয় তাঁর শাশুড়ি ও স্ত্রী। ব্যস, সেখানেই শুরু হয় উত্তম-মধ্যম মারধর। ভরা রাস্তায় যুবককে জুতোপেটা করেন শাশুড়ি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায় এলাকায়। খবর যায় ধূপগুড়ি থানায়। পুলিশ গিয়ে যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, “ওরা দুজনে চায়ের দোকান খুলে বসেছিল। আমরা তাঁদের সম্পর্ক জানতে চাইলে জানায়, তাঁরা ভাই-বোন। কিন্তু তাঁদের ভাব-ভঙ্গি অন্যরকম ছিল।”
  • Link to this news (প্রতিদিন)