• নিউটাউনে ঝোপে তরুণীর অর্ধনগ্ন দেহ, ধর্ষণ করা হয়েছে? ঘনাচ্ছে রহস্য
    আজ তক | ০৭ ফেব্রুয়ারি ২০২৫
  • কলকাতার নিউটাউন এলাকায় ঝোপ থেকে উদ্ধার করা হল এক তরুণীর অর্ধনগ্ন দেহ। শুক্রবার সকালে নিউটাউনের লোহা ব্রিজের কাছে ঝোপের মধ্যে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ধর্ষণ-খুন না কি, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। মৃতার পরিচায় জানা যায়নি। 


    পুলিশ সূত্রে অনুমান, ওই তরুণীকে খুন করা হয়েছে। কে বা কারা খুন করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিউটাউনের মতো এলাকায় দেহ উদ্ধারের এমন ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা বাড়ানোর আর্জি জানিয়েছেন শহরবাসীর একাংশ। 

    অন্য দিকে, সম্প্রতি নিউটাউনে আরও একটি ঘটনা ঘিরে শোরগোল পড়ে। অফিসে ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা যায়, সেখানকার কারিগরি ভবনের সরকারি কর্মী ওই ব্যক্তি। তাঁকে ছুরি হাতে রাস্তায় হাঁটতে দেখা যায়। বলতে শোনা যায়, 'আমার মাথা ঠান্ডা ছিল, ওরাই…'। তিনি আশেপাশের কয়েকজন পুলিশ ও নিরাপত্তা রক্ষীকে আঘাত করেন বলে অভিযোগ।  পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন। প্রাথমিক তদন্তে তাঁর আচরণ ও বাক্যভঙ্গিতে মানসিক অস্থিরতার স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ঘটনার নেপথ্যে ছুটির বিবাদ নিয়ে কর্মক্ষেত্রে সমস্যা থাকার পাশাপাশি, সামাজিক ও মানসিক চাপেরও ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
  • Link to this news (আজ তক)