• শ্বাসরোধ করেই খুন! যৌনাঙ্গে মিলেছে আঘাত, নিউটাউনে নাবালিকার মৃত্যুতে মিলছে একাধিক তথ্য
    প্রতিদিন | ০৮ ফেব্রুয়ারি ২০২৫
  • বিধান নস্কর, বিধাননগর: রাজারহাটের নিউটাউনে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় একাধিক তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসে গিয়েছে। নাবালিকার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর।

    পুলিশ তদন্তে নেমে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। একটি ফুটেজে দেখা গিয়েছে একটি বাইকে দুই যুবকের মাঝখানে বসে আছে ওই নাবালিকা। তারা কারা? বাইকে করে ওই তিনজন কোথায় গিয়েছিলেন? সেই তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। ধর্ষণের অভিযোগও উঠেছে ঘটনার পর থেকে।

    এদিকে ময়নাতদন্তের রিপোর্টে যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে। পাশাপাশি নখের আঁচড়ও রয়েছে। নাবালিকার বুকেও নখের আঁচড় পাওয়া গিয়েছে। সম্পূর্ণ রিপোর্ট না এলে গোটা বিষয়টি পরিষ্কার হবে না বলেও জানাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশ একটি সিসিটিভি ফুটেজে ওই নাবালিকাকে দেখতে পেয়েছে। নিউটাউনের শ্যামনগর এলাকায় ওই নাবালিকাদের আদি বাড়ি। কিন্তু তারা এখন গৌরাঙ্গনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে। ওই এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।

    গৌরাঙ্গ নগর থেকে যাত্রাগাছি এলাকা পর্যন্ত রাস্তায় ওই নাবালিকাকে দেখা গিয়েছে। একটি বাইকে দুই যুবকের সঙ্গে সে ছিল। ওই যুবক কি তার বন্ধু? তাদের সঙ্গে কীভাবে পরিচয় তার? ওই দুই যুবকই কি ঘটনার পিছনে রয়েছে? সেসব প্রশ্ন উঠে আসছে। পুলিশ বাগুইআটি, কেষ্টপুর-সহ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ওই দুই যুবককে পাওয়া গেলেই অনেক প্রশ্নের উত্তর মিলবে। এমনই মনে করছেন তদন্তকারীরা।

    শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন ঝোপে ওই কিশোরীর অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
  • Link to this news (প্রতিদিন)