• পাখির খাবার কিনতে গিয়ে মুদি দোকানীর হাতে শ্লীলতাহানীর শিকার নাবালিকা, ধৃত এক...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পাখির খাবার কিনতে গিয়ে মুদি দোকানীর হাতে শ্লীলতাহানীর শিকার নাবালিকা। বলাগড় থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই নাবালিকা সোমড়া বাজার স্টেশন এলাকার একটি মুদির দোকানে পাখির খাবার আনতে যায়। ওই সময় দোকানে আর কোনও ক্রেতা না থাকায় মুদি দোকানদার ভেতরে ডেকে নাবালিকার সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার শুরু করলে দোকানি ভয় পেয়ে তাঁকে ছেড়ে দেয়। সেখান থেকে নাবালিকা বাড়িতে গিয়ে ছুরি দিয়ে নিজের হাতের শিরা কাটতে যায়। নাবালিকার মা তাঁকে বিরত করেন। মায়ের সামনে কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যায় সে। জ্ঞান ফিরলে নাবালিকা ঘটনার কথা তার মা ও দিদিকে জানায়।

    ঘটনা জানাজানি হতেই এলাকার লোক দোকান ঘিরে ফেলে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলাগড় থানার পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে। 
  • Link to this news (আজকাল)