আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ থেকে ভারতে আসা এক যাত্রীর মলদ্বার চেক করবার সময়েই চক্ষু চড়ক গাছ উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের ১৪৫ নাম্বার ব্যাটেলিয়ানের বিএসএফ-এর। বৃহস্পতিবার সকাল ৭:৩০ নাগাদ এই ঘটনা ঘটে। মলদ্বারে মেটাল ডিটেক্টর ঠেকাতেই তা তীব্র স্বরে বেজে ওঠে। ধাতুর উপস্থিতি লক্ষ্য করে বিএসএফ।
ওই যাত্রীকে পাশে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ বুঝতে পারে কী লুকানো আছে মলদ্বারে। পরবর্তীতে তাঁকে তল্লাশি চালিয়ে তাঁর মলদ্বারে যন্ত্র ঠেকিয়ে একেবারে আকাশ থেকে পড়েন তাঁরা। সেখান থেকে নলের আকারে তিনটি সোনা বেরিয়ে আসে। উদ্ধার করা সোনার ওজন ১, ১৩৫.৩৪ গ্রাম যার বাজার মূল্য ৯৯ লক্ষ টাকা । ধৃত ব্যক্তি চেন্নাইয়ের বাসিন্দা সাম্প্রতিক সে ভারত থেকে বাংলাদেশে ঘুরতে গিয়েছিল । ১০ হাজার টাকার বিনিময়ে সে এই চোরা চালান করবার বরাত পেয়েছিল । ধৃত ব্যক্তি ও সোনা পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ।