বাড়ি ফাঁকা থাকার সুযোগে মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ! বীরভূমে অভিযুক্ত তৃণমূল নেতা
প্রতিদিন | ২৬ ফেব্রুয়ারি ২০২৫
নন্দন দত্ত, সিউড়ি: বীরভূমে মূক ও বধির গৃহবধূকে ধর্ষণ! নির্যাতনের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাই থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বিশেষভাবে সক্ষম। তিনি মুরারাই থানার বাসিন্দা। অভিযোগ উঠেছে, মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই মহিলার বাড়িতে ঢুকে নির্যাতিতার উপর চড়াও হয় এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত তাপস মণ্ডল। নির্যাতিতার স্বামী থানায় লিখিত অভিযোগে জানান, স্ত্রীর শারীরিক অক্ষমতা ও বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত তাপস তাঁর স্ত্রীকে মারধর করে মুখ বেঁধে ধর্ষণ করে। নির্যাতিতার স্বামী বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখে চিৎকার করতেই দরজা খুলে তাঁকে ধাক্কা মেরে অভিযুক্ত পালিয়ে যায় বলে দাবি করেছেন বধূর স্বামী।
এরপরই তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করতেই নির্যাতিতা অঙ্গি-ভঙ্গির মাধ্যমে সব জানায় বলে জানিয়েছেন তাঁর স্বামী। তারপরই থানায় লিখিত অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মুরারাই থানার পুলিশ। তবে ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।