নান্টু হাজরা: নিউটাউনে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগ এক রং মিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্ত রংমিস্ত্রি গ্রেফতার। অভিযুক্তের নাম কওসার আলি। গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিস।
জানা গিয়েছে, বছর নয়েকের ওই নাবালিকা নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুনি টিয়া বাগানপাড়ার বাসিন্দা। শ্লীলতাহানির ঘটনায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বাড়ির রঙ মিস্ত্রিকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের ইকোপার্ক থানার পুলিস। ধৃত কওসার আলি ওরফে বাপি (৩২) ইকোপার্ক থানার যাত্রাগাছি-ঘুনি এলাকার বাসিন্দা। বুধবার বিকেলে ওই এলাকা থেকেই অভিযুক্ত বাপিকে পাকড়াও করে পুলিস।
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক ধরে নির্যাতিতা নাবালিকার টিয়া বাগানের বাড়িতে রঙের কাজ করছিল বাপি। বুধবার সকালেও সে কাজে গিয়েছিল। নিচের ঘরে রঙের কাজ করছিল। সেই সময় নাবালিকার পরিবারের অধিকাংশ সদস্যরা বাইরে কাজে বেরিয়েছিলেন। তখন নির্জন বাড়িতে সুযোগ পেয়ে ওই নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির উপরের চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই ওই নাবালিকার শ্লীলতাহানি করে বাড়ির রঙ মিস্ত্রি কওসর আলি।
দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নাবালিকা। জিজ্ঞাসা করতেই খুলে বলে সব কথা। এরপর-ই পরিবার অভিযুক্ত রঙ মিস্ত্রি কওসরের বিরুদ্ধে ইকোপার্ক থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিকালেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। আজ বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করা হবে।