• চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি সিরিয়াল? টিভিতে কী চলবে, বাড়ির লোকের সঙ্গে বচসায় চরম সিদ্ধান্ত কিশোরের
    প্রতিদিন | ০৫ মার্চ ২০২৫
  • শাহাজাদ হোসেন, ফরাক্কা: চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি সিরিয়াল, টিভিতে কী দেখা হবে, তা নিয়ে বচসার জের। অভিমানে আত্মঘাতী মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কিশোর। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

    পুলিশ জানিয়েছে, মৃত ওই কিশোরের নাম বিট্টু কর্মকার। বয়স ১৭ বছর। মঙ্গলবার রাতে জিয়াতকুণ্ডুর বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে একসঙ্গে বসে টিভি দেখছিল ওই কিশোর। দুই ভাই, এক বোনের মধ্যে সকলের ছোট বিট্টু। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ছিল। স্বাভাবিকভাবেই কিশোর খেলা দেখতে চাইছিল। এদিকে পরিবারের লোকজন সেইসময় সিরিয়াল দেখতে চাইছিলেন। বিট্টু বারবার খেলা দেখতে চাইলেও বাড়ির কেউ রিমোট দিতে রাজি হননি বলেই খবর। একপর্যায়ে তাঁদের মধ্যে অশান্তি হয়ে যায়।

    জানা গিয়েছে, এরপরই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় বিট্টু। বেশকিছুক্ষণ দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। ডাকাডাকি করতে শুরু করেন তাঁরা। শেষ পর্যন্ত দরজা ভাঙতেই উদ্ধার হয় কিশোরের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। সামান্য বিষয়ে বিবাদে বাড়ির আদরের ছোট ছেলের আত্মহত্যার ঘটনায় শোকাচ্ছন্ন পরিবারের সদস্যরা।
  • Link to this news (প্রতিদিন)