আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়িতে ন'বছরের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তার দাদুর বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। ইতিমধ্যে নির্যাতিতার মা তার শ্বশুরের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তের বাড়িতে চড়াও হন এলাকার বাসিন্দারা। ক্ষোভ উগরে দিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তাঁরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান শাশুড়ি, বৌমা। তখন বাড়িতে দাদুর কাছে ছিল ন'বছরের কন্যা। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই নাবালিকাকে যৌন নির্যাতন করে তার দাদু। দুপুরে শিশুটির মা বাড়ি এসে দেখেন নিজের ঘরে কাঁদছে তার মেয়ে। জিজ্ঞাসা করলে শিশুটি তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানায় তার মাকে। যা শুনে হতবাক হয়ে যান নির্যাতার মা। বিষয়টি তিনি জানান তাঁর বাপের বাড়ির লোকেদের। এরপর সন্ধ্যা নাগাদ বাপের বাড়ির লোকেদের সঙ্গী করে থানায় যান এবং শ্বশুরের বিরুদ্ধে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন।
বিষয়টি ছড়িয়ে পড়তেই অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন এলাকার বাসিন্দারা। অভিযুক্তের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তাঁরা দাবি করেন, অভিযুক্ত এর আগেও অনেক বার তাঁর বৌমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। পরিবারের মান-সম্মানের কথা ভেবে তখন সকলে বিষয়টি চেপে গিয়েছেন। যার ফলে আজকে শিশু মেয়েটির সঙ্গে এমন ঘটনা ঘটল। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছেন তাঁরা। তবে বধূদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ মানতে নারাজ অভিযুক্তের ছেলে। তিনি বলেন, 'বাবার বিরুদ্ধে এর আগে আমি এমন কথা কখনও শুনিনি। তবে মেয়ে তার মায়ের কাছে জানিয়েছে আমার বাবা তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। স্ত্রীর কাছ থেকেই বিষয়টি আমি জানতে পেরেছি।' মেয়ের সঙ্গে এমন কাজ করায় বাবার কড়া শাস্তি চাইছেন ছেলে।