• ফেসবুকে পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস! সম্পর্ক ভাঙতেই শ্রীঘরে প্রেমিক
    প্রতিদিন | ১২ মার্চ ২০২৫
  • নিরুফা খাতুন: ফেসবুকে পরিচয় থেকে প্রেম। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার প্রেমিকার সঙ্গে সহবাস করেন বেসরকারি সংস্থায় কর্মরত যুবক। সম্পর্ক ভাঙতেই প্রেমিকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তরুণী। ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে সার্ভে পার্ক মহিলা থানার পুলিশ।

    জানা গিয়েছে, অভিযোগকারী বছর তিরিশের এক তরুণী। সম্প্রতি সার্ভে পার্ক মহিলা থানার দ্বারস্থ হন তিনি। জানান, ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। টুকটাক কথা থেকে ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। একাধিকবার বাইপাসের ধারের গেস্ট হাউসে দেখা করেন তাঁরা। তরুণীর অভিযোগ, সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাঁর সঙ্গে সহবাস করে অভিযুক্ত। চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত তাঁদের সম্পর্ক অটুট ছিল।

    এরপর তরুণী বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অভিযোগকারীর দাবি, একপর্যায়ে বিয়েতে বেঁকে বসেন তাঁর প্রেমিক। সরাসরি প্রস্তাব খারিজ করে দেন। এরপরই পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। ধর্ষণের অভিযোগে পঞ্চসায়র থেকে গ্রেপ্তার করা হয় যুবককে। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারী। 
  • Link to this news (প্রতিদিন)