• 'হিম্মত থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখুন, বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে'
    হিন্দুস্তান টাইমস | ১৩ মার্চ ২০২৫
  • শুভেন্দু - হুমায়ুঁ দ্বৈরথে ঘৃতাহুতি দিলেন বিজেপি নেতা তথা আইনজীবী। শুভেন্দু অধিকারীকে স্পর্শ করলে বাংলায় গুজরাতের পুনরাবৃত্তি হবে বলে হুঁশিয়ারি দিলেন কৌস্তুভ। যার ফলে শাসক - বিরোধী সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠল বলে মনে করা হচ্ছে। 

    বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় কৌস্তভবাবু লেখেন, ‘এক জিহাদি, ৪২ জন জিহাদি সহ, রাজ্যের বিরোধী দলনেতা সনাতনের সেবক শ্রী শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বুঝে নেওয়ার কথা বলেছেন। এসব বালখিল্য কথাবার্তা না-বলে পাকিস্তান বা বাংলাদেশে জমি, বাড়ি দেখে রাখুন। ২০২৬ এর পর আপনাদের সকলের কাজে লাগবে। আর রইলো শুভেন্দু বাবুর কথা, হিম্মত থাকলে ছুঁয়ে দেখুন, বাংলায় গুজরাটের পুনরাবৃত্তি হবে।’

    কৌস্তভের এই কথায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। সরাসরি না বললেও ‘গুজরাতের পুনরাবৃত্তি হবে’ বলতে কৌস্তভ কী বোঝাতে চেয়েছেন তা মোটামুটি স্পষ্ট। যার ফলে রাজ্যে সমাজজীবনে শান্তি- শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা করছেন অনেকে। 

    বলে রাখি, মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরাজকতা নিয়ে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপি। স্পিকার অনুমতি না দেওয়ায় বিধানসভার ভিতরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ ও বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ। তখন মার্শাল ডেকে তাঁদের বিধানসভা থেকে বার করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর তাঁদের সঙ্গে ওয়াক আউট করেন বাকি বিজেপি বিধায়করাও। 

    বিধানসভার বাইরে তাঁদের সঙ্গে যোগদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পিকার তাঁকে অধিবেশন থেকে সাসপেন্ড করায় অধিবেশনে যোগদান করতে পারছেন না তিনি। এর পর শুভেন্দুবাবু বলেন, যে ভাবে শংকর ও মনোজকে বিধানসভা থেকে বার করেছে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের মুসলমান বিধায়কদেরও সেভাবে চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব। 

    শুভেন্দুর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হলে বুধবার সকালে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবির বলেন, ‘আপনার এখনও এত হিম্মত হয়নি যে আরনি বিধানসভার থেকে মুসলিম বিধায়কদের বের করে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমি হুমায়ুঁ কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই ৪২ জন বিধায়ক বিধানসভায় আপনার ঘরের সামনে আমরা বুঝে নেব।’

    হুমায়ুঁর সেই মন্তব্যের পালটা এবার ‘বাংলায় গুজরাতের পুনরাবৃত্তি’র হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচী। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)