• চিতপুরে রক্তের দাগ! এগারোর মেয়ে একা ঘরে, মায়ের নাম করে এল সাঁতারের টিচার আর...
    ২৪ ঘন্টা | ২০ মার্চ ২০২৫
  • রণয় তিওয়ারি:  চিত্পুরের কাশিপুর রোডে হাড়হিম ঘটনা। ১১ বছরের মেয়েকে লুঠের পর খুনের চেষ্টা।  

    বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক কোন তলানিতে এসে ঠেকেছে যে, শিক্ষক তার ছাত্রীকে খুন করতেও পিছপা হন না। এই শিক্ষক তাঁর সাঁতার প্রশিক্ষক। তাই তাকে দেখে তিনি বাড়ির দরজা খুলে দিয়েছিলেন।আর বিশ্বাস করাই কাল হল।

    সেই শিক্ষক সামান্য গয়নার লোভে প্রথমে লুঠ করেন তারপরই ছোট্ট মেয়েটিকে গামছা দিয়ে গলা পেচিঁয়ে খুনের চেষ্টা করে। তাতে সক্ষম না হলে তারপর ছুরি দিয়ে গলা কেটে খুন করার চেষ্টা করে। দুপুর ৩:১৫ তে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। সাঁতার শিক্ষকের নাম সন্দীপ শ। ছাত্রীর বাড়ি থেকে গয়না লুঠ এবং পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার মামলায় পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।

     

    ছবিতে অভিযুক্ত শিক্ষক

    চিত্পুরের কাসিপুর রোডে হাড়হিম ঘটনা। ১১ বছরের মেয়েকে লুঠের পর খুনের চেষ্টা।  

    বর্তমানে ছাত্র শিক্ষকের সম্পর্ক কোন তলানিতে এসে ঠেকেছে যে, শিক্ষক তার ছাত্রীকে খুন করতেও পিছপা হন না। এই শিক্ষক তাঁর সাঁতার প্রশিক্ষক। তাই তাকে দেখে তিনি বাড়ির দরজা খুলে দিয়েছিলেন।

    আর বিশ্বাস করাই কাল হল। সেই শিক্ষক সামান্য গয়নার লোভে প্রথমে লুঠ করেন তারপরই ছোট্ট মেয়েটিকে গামছা দিয়ে গলা পেচিঁয়ে খুনের চেষ্টা করে। তাতে সক্ষম না হলে তারপর ছুরি দিয়ে গলা কেটে খুন করার চেষ্টা করে। দুপুর ৩:১৫ তে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। সাঁতার শিক্ষকের নাম সন্দীপ শ। ছাত্রীর বাড়ি থেকে গয়না লুঠ এবং পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার মামলায় পুলিস অভিযুক্তকে গ্রেফতার করেছে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)