• ‘ললিপপ দেব এসো’, খাস কলকাতার স্কুলে প্রলোভন দেখিয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কী বলছে স্কুল কর্তৃপক্ষ? ...
    আজকাল | ২১ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিক্ষাক্ষেত্রেও সুরক্ষিত নয় পড়ুয়ারা? খাস কলকাতার স্কুলে যে অভিযোগ উঠে এসেছে, তাতে সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। অভিযোগ, উত্তর কলকাতার বেসরকারি ওই স্কুলে পড়ুয়াকে ললিপপ দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থা করেছে স্কুলে কর্মরত এক মিস্ত্রি। 

     শিশুর পরিবারের অভিযোগ, ক্লাসের একফাঁকে ওই পড়ুয়াকে ললিপপ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাথরুমের দিকে নিয়ে যায় অভিযুক্ত, নিজের যৌনাঙ্গ অনাবৃত করে, পড়ুয়ার হাতে ধরিয়ে দেয়। ঘটনায় স্কুলে শিশু-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। বৃহস্পতিবার দফায় দফায় স্কুলের সামনে বিক্ষোভ দেখান ওই ছাত্রীর পরিবার-পরিজন-সহ অন্যান্য অভিভাবকরা।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলে নির্মাণ ও মেরামতির কাজেই এসেছিল ওই অভিযুক্ত মিস্ত্রি। ঘটনার পর, স্কুল কর্তৃপক্ষের  কাছে  চারদফা দাবি রেখেছিলেন অভিভাবকরা। তালিকায় সিসিটিভির সংখ্যা বাড়ানো এবং স্কুলে রাজমিস্ত্রিদের কাজ বন্ধ করা ছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চার দফা দাবি মেনে নিয়েছে। শনিবার স্কুল ম্যানেজিং কমিটির বৈঠক রয়েছে বলে খবর স্কুল সূত্রে।
  • Link to this news (আজকাল)