• বর্বর ভাসুরের এ কী কুকীর্তি! মৃত ভাইয়ের বউকে একা পেয়েই...
    ২৪ ঘন্টা | ২১ মার্চ ২০২৫
  • বিমল বসু: মৃত ভাইয়ের বউকে বাড়িতে এক পেয়ে ধর্ষণের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে। অভিযুক্ত ভাসুর তপন সরদারকে গ্রেফতার করল পুলিস। ঘটনায় উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানার বামনপুকুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়ে স্বামী হারা মৃত ভাইয়ের বউয়ের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এমনই অভিযোগ উঠল তার ভাসুরের বিরুদ্ধে। গৃহবধূর অভিযোগ গত রবিবার সন্ধ্যায় যখন বাড়িতে আর অন্যান্য সদস্যরা ছিল না।

    সেই সুযোগে তার ভাসুর তপন সরদার জোর করে ঘরের ভেতরে ঢোকে, তারপর তাকে মারধর করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে বললে খুনের ভয় দেখায় বলে অভিযোগ। ঘটনার পর ওই গৃহবধূ অসুস্ত হয়ে পড়েন। কিছুটা সুস্থ বোধ করার পর ওই গৃহবধূ, তার ভাসুরের বিরুদ্ধে মিনাখাঁ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এমনকি ওই গৃহবধূ যখন মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন তখনও তাকে মারধর করা হয়। পাশাপাশি তাকে খুন করারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। 

    অভিযোগ দায়ের করার পর গৃহবধুর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। অভিযোগ দায়ের হওয়ার পরেই ভাসুর তপন সর্দারকে গ্রেফতার করে পুলিস। এইভাবে স্বামীহারা এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র চঞ্চল্য ছড়ালো মিনাখাঁ থানার বামুন পুকুর এলাকায়। আজ অভিযুক্ত ভাসুর তপন সরদারকে সাত দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।

  • Link to this news (২৪ ঘন্টা)