• 'আমি স্নান করছিলাম...', বারুইপুরে ক্লাস নাইনের ছাত্রীর নগ্ন ছবি তুলে গ্রেফতার প্রতিবেশী
    আজ তক | ২৬ মার্চ ২০২৫
  • বাড়িতে পরিবারের লোকজন না থাকার সুযোগ নিয়ে স্নান করার সময় এক নবম শ্রেণির ছাত্রীর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম রেজাউল শেখ। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

    ঘটনার বিবরণ
    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে বারুইপুর থানার অন্তর্গত একটি এলাকায় এই ঘটনা ঘটে। ওই ছাত্রীর বাবা-মা বারুইপুর স্টেশনের কাছে ফল বিক্রি করতে গিয়েছিলেন। সেই সুযোগে প্রতিবেশী রেজাউল শেখ গোপনে ছাত্রীর ছবি তোলে। পরবর্তীতে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবি ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং বিষয়টি জানাজানি হয়।

    ভয় দেখানোর অভিযোগ
    নাবালিকার পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত রেজাউল শেখ তাদের হুমকি দেয়। কাউকে কিছু জানালে ভয়ংকর পরিণতির মুখে পড়তে হবে বলে শাসিয়ে দেওয়া হয়। এই হুমকির কারণে ছাত্রীটি প্রথমে থানায় অভিযোগ জানাতে ভয় পায়। পরে পরিবারের সদস্যদের সাহস জোগানোয় মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়।

    গ্রেফতার ও তদন্ত
    অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেফতার করে। তার মোবাইল ফোনে ছাত্রীর আপত্তিকর ছবি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে।

    পরিবারের প্রতিক্রিয়া
    ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার জেরে নাবালিকাটি মানসিকভাবে ভেঙে পড়েছে। তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

    পুলিশের পদক্ষেপ
    পুলিশ জানিয়েছে, অভিযুক্তের মোবাইল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে ছড়িয়ে পড়া ছবি মুছে ফেলার জন্য প্রযুক্তি দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

     
  • Link to this news (আজ তক)