কলকাতার অভিষিক্তা মোড়ে সাত সকালে পথ দুর্ঘটনা। অটো ও দুই গাড়ির ধাক্কা। আহত ৭৫ বছরের এক বৃদ্ধা ও অটো চালক।
মালয়েশিয়ার কোয়ালালামপুরে পাইপলাইনে বিরাট বিস্ফোরণ। একাধিক ঘরবাড়ি পুড়ে ছাই। আকাশে দেখা গিয়েছে কুণ্ডলি পাকানো আগুন। ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক।
চার মহাকাশচারী নিয়ে পাড়ি দিল ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার ফেলকন-৯ রকেট। ফ্রাম-২ মিশনের মাধ্যমে এই প্রথম পোলার অরবিটে পৌঁছবেন মহাকাশচারীরা।
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বারহেট স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারল অন্য একটি মালগাড়ি। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনায় মালগাড়ির দুই চালক-সহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার তীব্রতায় মালগাড়ির ইঞ্জিনে আগুন ধরে যায়। একটি মালগাড়ি কয়লা বোঝাই ছিল। তাতেও আগুন ধরে যায়।
পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু এক পরিবারের সাত সদস্যের। সকালে হাসপাতালে মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি সুতপা বণিকের।
ইদে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে রাতে বাড়ি ফেরার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম শানু লস্কর (২১)। তাঁর বাড়ি কুলতলি থানার জয়নালপুর এলাকায়। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট স্টেশনে ট্রেন ঢোকার সময় আচমকাই পড়ে যান শানু।
গত নয় দিনে সেনার তৃতীয় অভিযান। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ল তিনজন সন্ত্রাসবাদী।