• ফার্মেসিতে মহিলাদের সঙ্গে ডাক্তারের ঘনিষ্ঠ ছবি ভাইরাল, নদিয়ায় তুলকালাম
    আজ তক | ০১ এপ্রিল ২০২৫
  • এক চিকিৎসকের সঙ্গে মহিলাদের অশ্লীল ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি ভাইরাল হতেই তুলকালাম পরিস্থিতি নদিয়ার শান্তিপুরের ফুলিয়া টাউনশিপ এলাকায়। যদিও এই ভাইরাল ছবির সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। জানা যায়, ওই এলাকায় একটি ফার্মেসিতে বিভিন্ন চিকিৎসকরা বসতেন। সেখানে অশালীন কাজ চালানো হত বলে অভিযোগ। অবশেষে এই ঘটনার পর্দা ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়। 

    এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সোমবার সকাল থেকেই উত্তেজিত জনতা ফার্মেসি বন্ধের দাবিতে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে। এই ঘটনায় ফার্মেসির মালিক প্রদীপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযুক্ত চিকিৎসক এখনও পর্যন্ত পলাতক।

    জানা গিয়েছে, ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের দীর্ঘদিনের চিকিৎসক ছিলেন অমিয় দাস। ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ঢিলছোড়া দূরত্বেই একটি ওষুধের দোকানে চিকিৎসা করতেন। বেশ কয়েক বছর ধরে তিনি এই ওষুধের দোকানে চিকিৎসা করতেন। সম্প্রতি এলাকায় বেশ কিছু মহিলাদের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চিকিৎসা করার আড়ালে চলত অশালীন কাজ। অন্তরঙ্গ কাজকর্মের জন্য মহিলাদের পাঠাতেন দোকানের মালিক, এমনটাই অভিযোগ স্থানীয়দের। 

    অন্যদিকে, স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। সিপিএমের দাবি, চিকিৎসার ব্যবস্থা তলানিতে গিয়েছে। একজন চিকিৎসক চিকিৎসা করার নাম করে এ ধরনের কর্মকাণ্ড কীভাবে করতে পারলেন, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ওই চিকিৎসকের। স্থানীয় তৃণমূল নেতৃত্বে দাবি, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মানুষের স্বার্থে এবং সমাজের ভারসাম্য বজায় রাখতে চিকিৎসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। 
  • Link to this news (আজ তক)