বিছানায় নতর্কীর দেহ, পাশের ঘরে বসে পুরুষবন্ধু, জন্মদিনের পার্টি শেষে রহস্যমৃত্যু বাগুইআটির তরুণীর
প্রতিদিন | ০১ এপ্রিল ২০২৫
বিধান নস্কর, দমদম: বাগুইআটিতে পানশালার নর্তকীর রহস্যমৃত্যু। জন্মদিনের পরদিন সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। গলায় মিলেছে গভীর ক্ষতচিহ্ন। ফ্ল্যাট থেকেই মৃতার পুরুষবন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল সোমবার রাতে? কীভাবে মৃত্যু হল তরুণীর? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বাগুইআটি দেশবন্ধুনগরের বাসিন্দা মনীষা রায়। গতকাল, সোমবার জন্মদিন ছিল তাঁর। জানা যাচ্ছে, তরুণীর বন্ধু অন্তর্যামী সোরেন ওড়িশা থেকে জন্মদিন পালনের জন্য এসেছিলেন বান্ধবীর ফ্ল্য়াটে। রাতে পার্টিও হয় বলে খবর। মঙ্গলবার সকালে বাগুইআটি থানার পুলিশের কাছে খবর যায়, দেশবন্ধুনগরের ফ্ল্যাটে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে, আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটের কোলাপসেবল গেট তালাবন্ধ। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। দেখেন, ভিতরে অন্তর্যামী সোয়েন নামে ওই যুবক। তাঁর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট।
ওই যুবক পুলিশকে ভিতরের ঘরে নিয়ে যায়। সেখানেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, খাটের উপর পড়ে পেশায় নর্তকী মনীষার দেহ। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, গলায় রয়েছে গভীর আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন। কিন্তু ঠিক কী ঘটেছিল সোমবার রাতে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জেরা করলেই বহু তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।