নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ সৎ বাবার, কুলকলির ঘটনায় লজ্জা!
আজ তক | ০২ এপ্রিল ২০২৫
এক ঘরে পেয়ে মেয়েকেও ছাড়ল না সৎ বাবা। দিনের পর দিন মেয়ের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ওই সৎ বাবাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈলাস নগরের ঘটনা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলে সরব হয়েছেন এলাকার লোকজন।
জানা গিয়েছে, চার বছর আগে নির্যাতিতার বাবা মারা যান। তাঁর মা ফের বিয়ে করেন এলাকারই এক ব্যক্তিকে। মায়ের দ্বিতীয় বিয়ের পর থেকে সৎ বাবার কাছেই থাকতেন মেয়েটি। অভিযোগ, সে থেকেই মেয়েটিকে একা পেয়ে তার উপর দিনের পর দিন শারীরিক নির্যাতন চালায় ওই সৎ বাবা। বাড়িতে একা পেলেই শারীরিক নির্যাতন চালানো হত। দিনের পর দিন ধর্ষণ করা হত। কাউকে বললে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হত। ভয়ে এতদিন কাউকে অত্যাচারের কথা বলতেও পারেনি নির্যাতিতা।
অত্যাচারের বাঁধ ভাঙায় শেষ পর্যন্ত মুখ খোলে নির্যাতিতা। মাকে সব ঘটনার কথা খুলে বলে। বিষয়টি জানতে পেরেই মা কুলতলি থানার পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ পেয়ে, ওই সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে।