প্রদ্যুত দাস: প্রেমিকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল তাঁর প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রাজারহাট এলাকার বড়কামাত গ্রামে।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার রাত আটটা নাগাদ ইব্রাহিম হক নামে এক যুবককে ডেকে পাঠান সাবিনা পারভিন নামে এক গৃহবধূ। জানা গিয়েছে, প্রেমিক-প্রেমিকার বিষয় নয় এটি। সাবিনা সম্পর্কে ইব্রাহিমের বৌদি। অভিযোগ, ইব্রাহিমকে বাড়ির পাশের ভুট্টা খেতে ডেকে নিয়ে তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যান সাবিনা।
কিন্তু কেন এ কাজ করলেন সাবিনা?
জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরেই এই গন্ডগোল। স্থানীয়দের একাংশের দাবি, এর মধ্যে প্রেমিক-প্রেমিকাসুলভ রাগ-ক্ষোভ-প্রতিহিংসার মতো কোনও ব্যাপার নেই।
ঘটনার পরে স্বামী মমিনুল হককে নিয়ে পলাতক অভিযুক্ত সাবিনা। এদিকে ঘটনার পর রাতেই স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করেন। তাঁরা তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
পরে ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সাবিনা ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।