আজকাল ওয়েবডেস্ক: যৌন হেনস্থার পর মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হল কাঁটা চামচ। ঘটনায় গুরুতর আহত নাবালিকা ভর্তি হাসপাতালে। অভিযুক্ত যুবকের গ্রেপ্তারির দাবিতে এলাকায় উত্তেজনা। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত যুবক মমতাজ হোসেন।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামের এক নাবালিকার সঙ্গে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের সঙ্গে তার অভিভাবকদের পূর্ব পরিচয় ছিল। এবং মমতাজ মাঝে মাঝেই তাদের বাড়িতে আসত। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই নাবালিকার বাবা-মা যখন বাড়ি ছিলেন না, তখন মমতাজ তাদের বাড়িতে আসে। নাবালিকার একা থাকার সুযোগ নিয়ে সে ধারালো অস্ত্র দেখিয়ে তার উপর যৌন অত্যাচার করে। শেষপর্যন্ত তার মলদ্বারে কাঁটা চামচ ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। তীব্র যন্ত্রনায় কাতরাতে থাকে সে। এরপরেই বাড়ি থেকে বেরিয়ে চম্পট দেয় অভিযুক্ত।
গুরুতর আহত ওই নাবালিকাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। দ্রুত অভিযুক্তর গ্রেপ্তারি এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেন তাঁরা। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয় কোলাঘাট থানায়। মঙ্গলবার গ্রেপ্তার হয় অভিযুক্ত।