• পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী! সন্দেহে ভয়ংকর সিদ্ধান্ত স্বামীর! হতভম্ব পরিবার-পড়শিরা...
    ২৪ ঘন্টা | ১৪ এপ্রিল ২০২৫
  • বিধান সরকার: শুধুমাত্র সন্দেহের বশে চরম সিদ্ধান্ত! সাত সকালে স্ত্রীকে গলায় বঁটি দিয়ে গলা কেটে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। এরকম ভয়ংকর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তারকেশ্বরের তালপুর পশ্চিম পাড়া এলাকায়। 

    জানা যায় মৃত স্বামীর নাম অধীর মন্ডল, বয়স ৪৮ বছর পেশায় সবজি বিক্রেতা। অধীরের স্ত্রী নয়নতারা মন্ডল, বয়স ৩৮ বছর, তিনি শাড়ি বিক্রি করতেন। পরিবার সূত্রে জানা গেছে তাঁদের দুই মেয়ে, একজন বিবাহিত, এক জনের বয়স দশ বছর।

    স্থানীয় ও পুলিস সূত্রে জানা গেছে, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন সরে সাংসারিক অশান্তি চলছিল, স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক আছে বলে সন্দেহ ছিল স্বামীর। এই নিয়ে রবিবার রাতে অশান্তি চরমে পৌঁছয়। সোমবার সকালে ছোট মেয়ে টিউশন পড়তে বেরিয়ে যেতেই বাড়িতে থাকা আনাজ কাটার বঁটি দিয়ে স্ত্রীর গলায় কোপ মেরে নিজেও ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় স্বামী।

    স্থানীয়রা তারকেশ্বর থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় তারকেশ্বর থানার পুলিস।হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিস সুপার কৃশানু রায় জানান,প্রাথমিক ভাবে জানা যায় স্ত্রীকে মেরে নিজে আত্মঘাতী হয়েছেন ওই ব্যাক্তি। দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তনন্তে পাঠানো হয়েছে।পরিবারে লোকের সঙ্গে কথা বলে তদন্ত এগোবে। সাংসারিক অশান্তির কারণে এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    DISCLAIMER: চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 


    iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১


    কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

  • Link to this news (২৪ ঘন্টা)