আজকাল ওয়েবডেস্ক: তারাপীঠের এক নামী হোটেলে গোপন ক্যামেরা কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, হোটেলের শৌচালয়ে গোপনে মোবাইল ক্যামেরা বসিয়ে মহিলাদের স্নানের ভিডিও রেকর্ড করা হত এবং সেই ভিডিও পরে মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হত।
ঘটনার সূত্রপাত ১৪ এপ্রিল, যখন এক মহিলা পরিবারের সঙ্গে তারাপীঠে বেড়াতে এসে হোটেলের বাথরুমে স্নানের সময় গোপন ক্যামেরা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি হোটেল ম্যানেজার ও রিসেপশনিস্টকে জানালে তারা হুমকি দিতে শুরু করে এবং ক্যামেরাটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
এরপর ওই মহিলা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ হোটেল ম্যানেজার অভিজিৎ রায় ও রিসেপশনিস্ট শোভন ব্যানার্জিকে গ্রেপ্তার করে। রামপুরহাট আদালত তাদের পাঁচদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি জানান, “আমরা সব হোটেল মালিককে সতর্ক করেছি, পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত।” যদিও পর্যটকদের অভিযোগ, ধৃতরা ওই ঘটনার সঙ্গে যুক্ত এক অস্থায়ী কর্মচারীকে পালাতে সাহায্য করেছে। তদন্তে নেমেছে পুলিশ।