• উল্টোডাঙা ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ! বেকারত্ব ও বিচ্ছেদের জ্বালায় চরম সিদ্ধান্ত?
    প্রতিদিন | ২৪ এপ্রিল ২০২৫
  • নিরুফা খাতুন: উল্টোডাঙা ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ! ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে প্রবল শোরগোল এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কীভাবে ও কেন মৃত্যু? পুলিশ সূত্রে খবর, নেপথ্যে থাকতে পারে অভাব ও সম্পর্কের টানাপোড়েন।

    জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় মিত্র। বয়স ৩৫। ওই যুবকের বাড়ি উল্টোডাঙায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বেকার ওই যুবক। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জয়। এদিকে স্ত্রীর সঙ্গেও অশান্তি চলছিল। এক পর্যায়ে বিচ্ছেদ হয়ে গিয়েছে। সব মিলিয়ে ভেঙে পড়েছিলেন যুবক। এরই মাঝে বৃহস্পতিবার সকালে উল্টোডাঙা মেন রেড এবং সিআইটি রোড মোড়ের উপর থাকা হাডকো ফুটব্রিজের লোহার কাঠামোয় এক যুবকের দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক। 

    পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এদিকে পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও। সত্যিই কি অবসাদেই চরম সিদ্ধান্ত? নাকি নেপথ্যে লুকিয়ে অন্য রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)