• পহেলগাঁও নিয়ে মুখ খুলে বিপন্ন যুবতী! বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের...
    ২৪ ঘন্টা | ২৬ এপ্রিল ২০২৫
  • মনোজ মণ্ডল: কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে অশোকনগরের ( ashokenagar) এক তরুণী সোশ্যাল মাধ্যমে প্রতিবাদ করেন। তারপরেই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি আসে সোশ্যাল মাধ্যমে। কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মাধ্যমে প্রতিবাদ করেছিলেন অশোকনগরের এক তরুণী। আর এই প্রতিবাদের পরেই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি আসে সোশ্যাল মাধ্যমে।

    এই ঘটনার পরেই ভয়ে আতঙ্কে ফের সোশ্যাল মাধ্যমে তরুণীর কান্নার ভিডিয়ো ভাইরাল হতেই গভীর রাতে তরুণীর বাড়িতে অশোকনগর থানার পুলিস আসে। পুলিস অনুরোধ করায় তরুণী সেই ভিডিয়ো ডিলিট করেন। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তরুণীর সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। জানা যায়, কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পরে অশোকনগর কল্যাণগড় কদমতলা এলাকার বাসিন্দা তরুণী প্রিয়াঙ্কা দত্ত সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হন তার পরেই এই ঘটনা।

    তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি। ২২ এপ্রিল, আচমকাই পহেলগাঁওয়ের বৈসরণে সাধারণ মানুষদের উপর আক্রমণ করে জঙ্গিরা। চলে গুলি। জানা যায় উপস্থিত পর্যটকদের কলমা পড়তে বলা হয়। কলমা না পড়তে পারায় বেছে বেছে অমুসলিমদের মারা হয়। সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। যার মধ্যে বাংলার রয়েছেন ৩ জন। এছাড়াও আহত হয়েছেন অনেকেই।  

  • Link to this news (২৪ ঘন্টা)