• ভিডিয়ো বার্তার পরে লাইসেন্স আর্মস দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী ব্যবসায়ী
    এই সময় | ২৭ এপ্রিল ২০২৫
  • নিজের লাইসেন্স আর্মস দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন ফুলবাগানের এক কনস্ট্রাকশন ব‍্যবসায়ী। গুলি চালানোর আগে মোবাইলে ভিডিয়ো তৈরি করেন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর আগে পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ভিডিয়ো একটি বার্তাও দিয়েছেন তিনি। মৃতের নাম জয়ন্ত সাহা। শনিবার বিকালে নিজের বাড়ির ছাদে উঠে আত্মহত্যা করেছেন তিনি।

    পুলিশ সূত্রে খবর,  জয়ন্ত সাহা নামে ওই ব্যক্তির স্ত্রী সদ্য প্রয়াত হয়েছেন। তিনি নিজেও ক‍্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার বিকালেই সিআইটি রোডের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।  মানসিক অবসাদ, না কী ব্যবসায়িক কোনও সমস্যার কারণে তিনি  আত্মঘাতী হয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কী না  তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির একটি মোবাইল ভিডিয়ো বার্তাও পাওয়া গিয়েছে। দুই ছেলে এবং দুই পুত্রবধূর উদ্দেশ্যে ওই ভিডিয়ো বার্তায় , তাঁর মৃত্যুর জঙয় কেউ দায়ী নয় বলেও জানিয়েছেন তিনি। ওই ব্যবসায়ী আত্মহত্যা করছেন এবং তা নিয়ে যেন তাঁর পুত্র বা পুত্রবধূরা কেউ চিন্তা না করেন সেই উপদেশও দিয়েছেন তিনি।

    ওই মৃতদেহ উদ্ধার করার পরে বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাতে পুলিশ জানতে পেরেছে ওই ব্যবসায়ী দুপুরে  ছোট ছেলের স্ত্রী এবং বাড়ির দুজন পরিচারককে খেয়ে নিতে বলেছিলেন। তিনি পরে খাবেন বলে জানিয়েছিলেন। এই কথা বলে ঘরে ঢুকে গিয়েছিলেন সিআইটি রোডের বাসিন্দা ওই ব্যবসায়ী।  অনেকক্ষণ ঘর থেকে বেরোচ্ছেন না দেখে তাঁকে ডাকাডাকি করেন পুত্রবধূ  এবং পরিচারকেরা। পরে ছাদে গিয়ে তাঁরা দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন জয়ন্ত সাহা।

  • Link to this news (এই সময়)