• পরিবারিক বিবাদের জের? থানার ভিতরেই অ্যাসিড হামলা! তরুণী ভর্তি হাসপাতালে....
    ২৪ ঘন্টা | ২৮ এপ্রিল ২০২৫
  • প্রসেনজিত্‍ মালাকার: থানার ভিতরেই এবার অ্যাসিড হামলা! হাসপাতালে ভর্তি তরুণী। অভিযুক্ত ও তাঁর বাবা-মাকে আটক করল পুলিস। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে।

    পুলিস সূত্রে খবর, আক্রান্ত তরুণীর বাড়ি বীরভূমেরই  নলহাটি থানার লোহাপুরে। মাস তিনেক আগে রকি শেখ নামে এক তরুণের সঙ্গে বিয়ে হয় তাঁর। রকির বাড়ি রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। তিনি আবার ওই তরুণীর নিটকাত্মীয়। বিয়ের দিন দশেক পরে লোহাপুরের এক যুবকের সঙ্গে পালিয়ে যান ওই তরুণী। সেই নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল।

    এদিকে সম্প্রতি রকি পরিবারের এক জনের মৃত্যু হয়। আজ, সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ওই তরুণীর বাবা-মা। সঙ্গে ছিলেন ওই তরুণীও। অভিযোগ, ওই তরুণীর বাবা-মাকে রীতমতো মারধর করেন রকি ও তাঁর ভাই লাকি। এরপর সন্ধ্যায় যখন রামপুরহাট থানায় অভিযোগ জানাতে যান তাঁরা, তখন মাকে সঙ্গে থানায় পৌঁছয় লাকিও। দু'পক্ষের মধ্যে শুরু হয় বচসা। এরইমধ্যেই ওই তরুণীকে লক্ষ্য করে লাকি অ্যাসিড ছোঁড়ে বলে অভিযোগ।

  • Link to this news (২৪ ঘন্টা)