• CBI সেজে পিস্তল নিয়ে বাড়ি এসে হুমকি নবদম্পতিকে! ব্যারাকপুরে ভয়ংকর ঘটনা...
    ২৪ ঘন্টা | ০৬ মে ২০২৫
  • বরুণ সেনগুপ্ত: CBI সেজে পিস্তল নিয়ে নবদম্পতিকে হুমকি এক ইন্টিরিয়ার ডেকারেশন সংস্থার। প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নবদম্পতি। এমনকি অভিযোগ, তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়! আতঙ্কে গত এক মাস ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নবদম্পতি। অভিযোগ, হামলার CCTV ফুটেজ ব্যারাকপুর থানায় জমা দিয়েও কোন লাভ হয়নি। অভিযোগের আঙুল বেহালার এক ইন্টিরিয়ার ডেকরেশন সংস্থার বিরুদ্ধে। যার মালিকের নাম শিবাজি সিং! 

    ব্যারাকপুর (Barrackpore) সদর বাজারের বাসিন্দা স্বাতীলেখা বন্দ্যোপাধ্য়ায়। গত ২২ ফেব্রুয়ারি ছিল বিয়ের কথা। দুর্গাপুরের বাসিন্দা সুমিত গাঙ্গুলির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। সেই জন্য বাড়ি সাজাতে-গোছাতে ইন্টিরিয়ার ডেকারেশানের জন্য বেহালার শিবাজি সিংয়ের কম্পানির সঙ্গে কথা হয় হবু দম্পতির। এই জন্য শিবাজি সিংকে ১ লক্ষ টাকার একটা চেকও দেন তাঁরা। কিন্তু মা অসুস্থ হয়ে পরায় বিয়ে সংক্রান্ত সেইসব পরিকল্পনা ভেস্তে যায়। এরপর-ই সেই ১ লাখ টাকার চেক ফেরত দিতে বলেন স্বাতীলেখা। কিন্তু অভিযোগ, সেই চেক ফেরত না দিয়ে উলটে স্বাতীলেখা দেবী, তাঁর স্বামীকে প্রাণনাশের হুমকি দিতে থাকেন শিবাজি সিং। এমনকি তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয় নবদম্পতিকে।

    অভিযোগ, বার-ই বার-ই বাড়িতে এসে পিস্তল দেখিয়ে নানা নানা হুমকি দিতে থাকে। বিভিন্ন সময়ের শিবাজি সিং CBI সেজে লালবাতি লাগানো গাড়ি করে এসে হুমকি দিতে থাকেন। তুলে নিয়ে যাওয়ার পর্যন্ত চেষ্টা করেন নবদম্পতিকে। আতঙ্কে নবদম্পতি আজ দীঘা, কাল তারাপীঠ এমনকি ভিন্ন রাজ্যেও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আরও অভিযোগ, ব্যারাকপুর থানায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ জমা দিয়ে অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা মিলছে না! উলটে পুলিস তাঁদের সমঝোতায় আসতে বলছেন বলেও দাবি নবদম্পতির। কোনও পরিষেবা না নিয়েই কেমন তাঁরা টাকা দেবেন? প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের এই নবদম্পতি। সবমিলিয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য।

  • Link to this news (২৪ ঘন্টা)