মাঠে খেলছিল নাতনি, ফাঁকা বাড়িতে এনে ধর্ষণের অভিযোগ দাদুর বিরুদ্ধে
আজকাল | ১৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিজের নাবালিকা নাতনিকে ধর্ষণ করার অভিযোগ দাদুর বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাসনাবাদ থানার পাটলিখানপুর এলাকায়।
জানা গিয়েছে, অভিযুক্ত পঞ্চাশোর্ধ্ব। তার মেয়ের বিয়ে হয়েছে বাড়ির পাশেই। সোমবার বিকেলে তার নাবালিকা নাতনি বাড়ির পাশে একটি মাঠে খেলা করছিল। অভিযোগ, সেইসময় দাদু তাকে বাড়িতে নিয়ে আসে এবং বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাতনিকে ধর্ষণ করে।
যন্ত্রনায় চিৎকার করে কাঁদতে থাকে নাবালিকা। কান্নার আওয়াজ শুনে বাপের বাড়ি ছুটে আসেন নির্যাতিতার মা। সব শুনে তিনি তখনই মেয়েকে নিয়ে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এরপর হাসনাবাদ থানায় বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করতে চাইছে তারা। পাশাপাশি ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানা যায়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা।