• জীবন, মরণের সীমানা ছাড়ায়ে... দরজা খুলেই আত্মীয়রা দেখলেন, একই দড়ি থেকে ওরা দু'জন....
    ২৪ ঘন্টা | ১৬ মে ২০২৫
  • প্রদ্যুত্‍ দাস: নিঃসন্তান দম্পতির রহস্য়মৃত্যু। একই দড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিলল স্বামী-স্ত্রীর দেহ! চাঞ্চল্য জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি ২ গ্ৰাম পঞ্চায়েতের এলাকায়।

    স্থানীয় সূত্রের খবর, মৃতেরা হলেন সঞ্জিত রায় ও তাঁর স্ত্রী কাকলি। বাড়ি, খারিজা বেরুবাড়ি ২ গ্ৰাম পঞ্চায়েতের অমরখানা এলাকায়।  স্বামীর বয়স ২২ বছর, আর স্ত্রীর ২১। বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল দম্পতির। স্থানীয় একটি চিপস কারখানায় কাজ করতেন সঞ্জিত। কোনও সন্তান নেই। গতকাল, বুধবার রাতে বাড়িতে স্বামী-স্ত্রীই ছিলেন। পরিবারের বাকি সদস্যরা বিয়ে বাড়িতে গিয়েছিলেন।

    পরিবারের লোকেরা জানিয়েছে, বিয়ের বাড়ি থেকে ফিরে তাঁরা দেখেন, ঘরের দরজা বন্ধ। ধাক্কা দিতেই অবশ্য দরজা খুলে যায়। দেখা যায়, সিলিং ফ্যান থেকে একই দড়িতে ফাঁস লাগিয়ে ঝুলছেন সঞ্জিত ও কাকলি। কাকলি বাপের বাড়ি বেরুবাড়িতে। মেয়ে, জামাইয়ে মৃত্যু মেনে নিতে পারছেন না কাকলির বাবা শচীন্দ্রনাথ রায়। তিনি বলেন, 'ওদের মধ্যে কোনও ঝামেলা ছিল বলে জানতাম না। কেন এমনটা হল বুঝে উঠতে পারছি না'।

  • Link to this news (২৪ ঘন্টা)