নাবালিকা মেয়েকে অশ্লীল মেসেজ, যৌন হেনস্তা! অশোকনগরে গ্রেপ্তার সৎ বাবা
প্রতিদিন | ২১ মে ২০২৫
অর্ণব দাস, বারাসত: নাবালিকা মেয়েকে যৌন হেনস্তার অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। কোনও মতে অত্যাচারের হাত থেকে পালিয়ে বাঁচে কিশোরী। বর্বরোচিত ঘটনাটি ঘটেছে অশোকনগরে। থানায় অভিযোগ দায়ের করেছেন দ্বিতীয় পক্ষের স্ত্রীর। পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোকনগর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির দু’টি বিয়ে। পারিবারিক অশান্তির জেরে প্রথম পক্ষের স্ত্রী ছেড়ে চলে যায়। এরপর বছর দুই আগে অভিযুক্ত ব্যক্তি ফের বিয়ে করে। দ্বিতীয় পক্ষের স্ত্রীর একটি মেয়ে আছে, বয়স ১৪ বছর। অভিযোগ, কিছুদিন ধরেই নাবালিকা মেয়েকে অশ্লীল মেসেজ পাঠাত সৎ বাবা।
এরইমধ্যে সোমবার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত সৎ মেয়েকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। কোনওমতে বাড়ি থেকে পালিয়ে বাঁচে নাবালিকা। পরে বাড়িতে ফেরার পর নাবালিকা তাঁর সৎ বাবার কুকীর্তির কথা মাকে জানায়। এরপর রাতেই অশোকনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানায় দ্বিতীয় পক্ষের স্ত্রী। তারপরই গ্রেপ্তার হয় অভিযুক্ত। তারপর অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে পরিবার ও স্থানীয়রা।