• কলকাতায় রাস্তায় ভরসন্ধেয় তরুণীকে ধর্ষণের চেষ্টা!
    ২৪ ঘন্টা | ২১ মে ২০২৫
  • সৌমেন ভট্টাচার্য: খাস কলকাতায় ভরসন্ধেয় তরুণীর  ধর্ষণ, সঙ্গে শ্লীলতাহানির চেষ্টাও! অভিযুক্তকে হাতনাতে পাকড়াও করলেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

    পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন সাতটা। আজ, মঙ্গলবার সন্ধ্যায় তালতলা থানার অন্তর্গত লেলিন সরণীর কাছে ইউনিয়ন চ্যাপেল স্কুলের সামনে রাস্তায় দিয়ে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। হঠাত্‍-ই মধ্যবয়সী এক ব্যক্তি তাঁর পিছু নেয় বলে অভিযোগ। ওই তরুণীর দাবি, তিনি যখন জানতে চান কেন পিছু করছেন, তখন ওই ব্যক্তি গায়ে হাত দেন, জামাও ছিঁড়ে দেন। এরপর ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্তকে আটকে রেখে খবর দেওয়া হয় থানায়।

    ওই ব্যক্তিকে আটক করেছে পুলিস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত টিটাগরের বাসিন্দা। তরুণীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই তরুণীকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হয়েছে এনআরএসএ হাসপাতালে।

  • Link to this news (২৪ ঘন্টা)