প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতার গোপন ছবি ভাইরালের হুমকি! হালতুতে গ্রেপ্তার ফটোগ্রাফার ‘প্রেমিক’
প্রতিদিন | ২৫ মে ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা! বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। প্রয়োজনে মহিলার থেকে টাকা নেওয়া। তা ফেরত চাওয়ায় মহিলার গোপন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি। এই অভিযোগে রবিবার হালতু থেকে এক যুবকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম পার্থ দাস। তিনি হালতু এলাকার বাসিন্দা। পেশায় ফটোগ্রাফার। কয়েক মাস আগে সোশাল মিড়িয়ায় নরেন্দ্রপুরের অভিযোগকারী যুবতীর সঙ্গে পরিচয় হয় পার্থের। যুবতী বিবাহবিচ্ছিন্না। ক্রমশ তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। নরেন্দ্রপুর থানা এলাকায় ঘর ভাড়া নিয়ে বসাবাস শুরু করেন তাঁরা। একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি যুবতীর। অভিযুক্ত সেই সময় কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন বলে জানিয়েছেন যুবতীর।
অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন যুবক। পাশাপাশি মহিলার থেকে কয়েক দফায় আড়াই লক্ষ টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে যুবকের বিরুদ্ধে। মহিলা টাকা ফেরত চাইতে যুবক গোপন ছবি ভাইরাল করে দেওয়া হুমকি দিতে থাকে বলে অভিযোগ। সঙ্গে ওই বাড়িতে যাওয়া-আসা কমিয়ে দেন যুবক। তারপরই থানায় অভিযোগ জানান যুবতী।
অভিযোগ পাওয়ারই তদন্তে নামে নরেন্দ্রপুর থানায় পুলিশ। রবিবার তাঁকে হালতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের ল্যাপটপ, স্মাটফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে তদন্তকারীরা।