অবৈধ বেটিং অ্যাপের হয়ে বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিংকে জিজ্ঞাসাবাদ ED-এর।
ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতি চায় ইরান? শোনা যাচ্ছে এমনটাই। গালফ কান্ট্রিগুলিকে এই নিয়ে ট্রাম্পের কাছে অনুরোধ জানানোর বার্তাও দিয়েছে তারা। ইরান চায়, ট্রাম্প ইজরায়েলের উপর তাঁর প্রভাব খাটিয়ে সংঘর্ষবিরতির জন্য রাজি করাক নেতানিয়াহুকে।
বিপত্তি পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। এ বার যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার (AI180 বোয়িং 777-200LR) সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী বিমানের অবতরণ কলকাতা বিমানবন্দরে। সোমবার রাত পৌনে একটা নাগাদ কলকাতায় নামে ওই উড়ান।
সূত্রের খবর, ওই উড়ানের কলকাতা হয়ে মুম্বই যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানের বাঁ দিকের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। পাইলট যাত্রীদের নিরাপত্তার কোনও ঝুঁকি নেননি। সব যাত্রীকে মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয়। রাত ২টো নাগাদ কলকাতা থেকে মুম্বই রওনা হওয়ার কথা ছিল ওই উড়ানের।
ক্যানাডা ছাড়লেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। থাকতে পারছেন না G7 বৈঠকে। সোশ্যাল মিডিয়া সাইটে তিনি লিখেছেন, ‘আমাকে তাড়াতাড়ি ফিরতে হচ্ছে, কারণ স্পষ্ট।’ একই সঙ্গে ট্রাম্পের সাবধানবাণী, ‘অবিলম্বে তেহরান ছাড়ুন।’
ক্যানাডা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে ক্যালগারিতে পৌঁছন তিনি। ইজরায়েল-ইরান সংঘাতের মধ্যেই যোগ দেবেন G7 বৈঠকে। তিন দেশের সফরে রবিবার সাইপ্রাস যান মোদী। সেখান থেকে এ দিন এলেন ক্যানাডায়। এরপরে ক্রোয়েশিয়া যাওয়ার কথা রয়েছে তাঁর।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতা জুড়ে ঝিরঝিরে বৃষ্টি। দক্ষিণবঙ্গে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিন বিকেল কিংবা বুধবার সকালে প্রবেশ করতে চলেছে মৌসুমি বায়ু। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।