• দুধের শিশুর সঙ্গে একী করলেন মা! হাড়হিম করা ঘটনায় অবাক হল পুলিশও...
    আজকাল | ২৯ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  নদিয়াতে ছ’মাসের শিশুকে শ্বাসরোধ করে খুন। অভিযুক্ত মা আটক। নদিয়ার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকার বাসিন্দারা এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল। অভিযোগ, ছয় মাসের পুত্র সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে পাশের বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন মা রূপা ঘোষ। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

    ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। রূপা ঘোষ প্রথমে দাবি করেন, তার সন্তান ঘর থেকে হঠাৎ করে চুরি হয়ে গেছে। এই দাবির পর শুরু হয় তল্লাশি। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে শুরু করে তদন্ত। পুলিশের সন্দেহ গিয়ে পড়ে শিশুটির মায়ের দিকেই। 

    দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রূপা ঘোষ অবশেষে স্বীকার করেন, তিনিই নিজের সন্তানকে হত্যা করে দেহ ফেলে দিয়েছেন নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে। পুলিশ সঙ্গে সঙ্গে মৃতদেহটি উদ্ধার করে কল্যাণী মেডিক্যাল কলেজ ও জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। 

    পরিবার সূত্রে খবর রূপা ঘোষের এটি দ্বিতীয় বিবাহ। প্রায় তিন বছর আগে তার বিয়ে হয় সোমনাথ ঘোষের সঙ্গে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তবে বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল। শ্বশুরবাড়ির লোকজন রূপাকে বাড়িতে রাখতে অনিচ্ছুক ছিলেন। এই ঘিরেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া লেগে থাকত। এলাকাবাসীর মতে, এমন নির্মম ঘটনা তারা আগে কখনও দেখেননি।

     অনেকেই দাবি করছেন, অভিযুক্ত মায়ের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (আজকাল)