• মালদায় আট বছরের শিশুকন্যাকে ধর্ষণে গ্রেফতার, গ্রেফতার সৎবাবা
    আজ তক | ২৯ জুন ২০২৫
  • Malda Minor Girl Rape Case:  স্ত্রীর প্রথম পক্ষের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। শিশুর বয়স মাত্র আট বছর। পৈশাচিক ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্ত্রী ও শিশুকন্যার মা নিজেই। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ তদন্ত শুরু করেছে।

    ঘটনাটি ঘটেছে মালদার সামসিতে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তি আসলে বিহারের বাসিন্দা। গত এক বছর ধরে সামসিতে এক বাড়িতে ভাড়া থাকত। সঙ্গে থাকতেন অভিযুক্তের স্ত্রী ও স্ত্রীর আগের পক্ষের আট বছর বয়সী শিশুকন্যা। জানা গিয়েছে যে, অভিযুক্তের স্ত্রীর আগের পক্ষে চার সন্তান রয়েছে। কিন্তু তিন সন্তানকে ফেলে ছোট কন্যাসন্তানকে নিয়ে ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে এসে সামসিতে ভাড়াবাড়িতে থাকছিলেন তিনি।

    জানা গিয়েছে, শুক্রবার অভিযুক্ত ব্যক্তি সারাদিন বাইরে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফেরে। এরপর স্ত্রী ঘুমিয়ে পড়লে আট বছরের সৎমেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। শিশুর চিৎকারে উঠে পড়েন তিনি। ঘটনার সমস্ত বিবরণ জানিয়ে শুক্রবার রাতেই স্বামীর বিরুদ্ধে থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা।

    এরপরই অভিযোগের ভিত্তিতে ভাড়াবাড়ি থেকে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। সামসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তথা এসআই রামচন্দ্র সাহা জানান, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

     
  • Link to this news (আজ তক)