টিউশন সেরে ফেরার পথে ছাত্রীর গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টা! তারপর..
প্রতিদিন | ২৯ জুন ২০২৫
অর্ণব দাস, বারাসত: কসবা কাণ্ডে উত্তাল বাংলা। এরই মাঝে টিউশন থেকে ফেরার পথে বারাসতে যৌন হেনস্তার শিকার নাবালিকা। এক যুবক তাঁর গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করে বলে অভিযোগ। জানাজানি হতেই অভিযুক্তকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে টিউশন পড়তে গিয়েছিল বারাসতের ওই নাবালিকা। ১২ নম্বর রেলগেট হয়ে ফিরছিল সে। অভিযোগ, অভিযুক্ত যুবক আচমকা তার পথ আটকে দাঁড়ায়। গুণধর যুবক নাবালিকার গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। ভয়ে লজ্জায় চিৎকার করে কেঁদে ফেলে সে। তার কান্নার আওয়াজে আশপাশের দোকানদাররা ছুটে যান। সকলে মিলে ধরে ফেলে অভিযুক্তকে।
স্থানীয়রা জানিয়েছেন, চেষ্টা করলেও যুবক পালাতে পারেনি। তাকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। চলে বেধড়ক মার। এদিকে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নিগৃহীতার পরিবার-সহ সবমহল। দিনেদুপুরে এই ঘটনায় বারাসতের মতো ব্যস্ত এলাকায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।