• বারাসাতে ভরদুপুরে কলেজছাত্রীর শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত যুবক...
    আজকাল | ৩০ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কসবার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তারই মধ্যে উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। নিগৃহীত ছাত্রী বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিগৃহীত ওই ছাত্রী বনগাঁর বাসিন্দা। তিনি ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করেন। রবিবার সকালে তিনি বারাসাতে শিক্ষকের কাছে পড়তে এসেছিলেন।

    পড়া শেষে দুপুরবেলা বাড়ি ফিরবেন বলে ১২ নম্বর রেলগেট চত্বর দিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর অন্য সহপাঠীরাও ছিলেন। সেই সময় অজ্ঞাতপরিচয় এক যুবক প্রকাশ্য রাস্তায় তাঁর দিকে এগিয়ে যায়। অভিযোগ, যুবক ওই ছাত্রীর আচমকা শরীরের বিভিন্ন হাত দেয়। ওই ছাত্রী প্রতিবাদ করলে যুবক মজা করছেন বলে জানায়। তখন ওই ছাত্রী ও তাঁর সহপাঠীরা চিৎকার শুরু করেন। আশপাশ থেকে দোকানদাররা বেরিয়ে আসেন। তাঁরা অভিযুক্ত যুবককে পাকড়াও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যাওয়া হয়।

    নিগৃহীত ছাত্রীর সহপাঠীরা জানিয়েছেন, পড়ার শেষে তারা বাড়ি ফিরবেন বলে স্টেশনের দিকে যাচ্ছিলেন। তখনই ওই যুবক তাঁদের ওপর চড়াও হয়। বনগাঁর বাসিন্দা ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। শিক্ষাবর্ষ শেষ না-হওয়া পর্যন্ত তাঁদের আবার বারাসাতে আসতে হবে। সে কারণে আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন ওই ছাত্রীরা।

    বারাসত ১২ নম্বর রেলগেট বাজার কমিটির সদস্য শ্যাম অধিকারী জানিয়েছেন, 'দুপুর বেলা আমরা সবাই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। আচমকা মেয়েদের চিৎকার চেঁচামচি শুনে আমরা ছুটে যাই। তারপর ঘটনাটা বুঝতে পারি। আমরাই পুলিশকে খবর দিয়েছিলাম। পুলিশ অভিযুক্ত যুবককে ধরে নিয়ে গিয়েছে। আমরা চাই দোষীরা উপযুক্ত সাজা হোক। মেয়েরা যাতে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারে পুলিশকে তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম রাজু শেখ। বাড়ি বসিরহাটে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির নির্দিষ্ট ধারায় পুলিশ মামলা রুজু করেছে।
  • Link to this news (আজকাল)