অর্ণব দাস, বারাসত: অশোকনগরে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ! অভিযুক্তকে বাঁচাতে নির্যাতিতার পরিবারকে অর্থের প্রলোভন ও হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার বিজেপি নেতা কৌস্তুভ বাগচীর একটি পোস্টে ওই তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি ওই তৃণমূল নেতার।
রবিবার দুপুরে ফেসবুকে প্রবীর মজুমদার (গুপি) নামে এক তৃণমূল নেতার ছবি ও দুটি নথি পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তুত বাগচী। এরপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২৫ এপ্রিল। ওইদিন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা ৬ বছরের ওই নাবালিকা স্কুল থেকে ফিরছিল। সেই সময় এক মুদিদোকানের মালিক সফিক মণ্ডল তাকে ডাকে। চিপসের প্রলোভন দিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে নির্যাতিতা গোটা বিষয়টা জানান। এরপরই অশোকনগর থানার দ্বারস্থ হন পরিবারের সদস্যরা।