• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ‘ধর্ষণ’, অন্তঃসত্ত্বা হতেই জোর করে গর্ভপাত! শ্রীঘরে যুবক
    প্রতিদিন | ৩০ জুন ২০২৫
  • অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ। অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় জোর করে তাঁর গর্ভপাত! তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে বন্ধু।

    পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম অয়ন পাল। উত্তর কলকাতার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে প্রায় পাঁচ বছর আগে যুবকের পরিচয় হয়। লকডাউনের সময় প্রথমে সোশাল মিডিয়ায়, পরে ফোনে কথা বার্তা বাড়তে থাকে। ক্রমে লকডাউন উঠলে দু’জনের দেখা হয়। ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের মধ্যে। কলকাতার একাধিক জায়গায় দু’জন বেশ কয়েকবার যান। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক তাঁকে ধর্ষণ করেন। কয়েক মাস আগে ওই তরুণী তাঁর বন্ধুকে জানান যে, তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এবার তাঁকে বিয়ে করতে হবে। এর পর থেকেই যুবক তাঁকে এড়িয়ে চলতে থাকে বলে অভিযোগ। শেষ পর্যন্ত ফোন ও সোশাল মিডিয়ায় কোনওভাবে যোগাযোগ করতে না পেরে ওই তরুণী আমহার্স্ট স্ট্রিট এলাকায় তাঁর বন্ধুর বাড়িতে যান।

    তরুণীর অভিযোগ, তিনি ওই যুবকের বাড়িতে যাওয়ার পরই যুবক ও তাঁর পরিবারের লোকেরা গোলমাল শুরু করেন। তরুণী যুবকের অভিভাবকদের বলেন, তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ও তাঁর এই অবস্থায় জন‌্য দায়ী তাঁদেরই ছেলে। তাই তাঁর সঙ্গেই বিয়ে দিতে হবে ছেলের। বিষয়টি নিয়ে যুবকের মা-বাবার সঙ্গে তরুণীর গোলমাল হয়। অভিযোগ, তাঁকে জোর করে বাড়িতে আটকে রেখে গর্ভপাত ঘটানো হয়। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। কোনওমতে তিনি বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগকারিণী আদালতে গোপন জবানবন্দি দেন। তাঁর মেডিক‌্যাল পরীক্ষার পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবককে জেরা করে পুরো ঘটনাটি জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)